২০২৬ সালের এসএসসি বাংলা ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি

পাঠ্যসূচি
পাঠ্যসূচি

২০২৬ সালের এসএসসি পুনর্বিন্যাসকৃত বাংলা ১ম পত্রের পাঠ্যসূচি:

গদ্য

শিরোনাম: লেখক নাম: ধরন: বিষয়বস্তু:
১. প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্প ন্যায়পরায়ণতা ও সততা
২. সুভা রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্প বিশেষ চাহিদাসম্পন্ন শিশু
৩. বই পড়া প্রমথ চৌধুরী প্রবন্ধ পাঠ্যাভ্যাস
৪. আম আঁটির ভেঁপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস প্রাকৃতিক সান্নিধ্যে
কৈশোরের দুরন্তপনা
৫. মানুষ মুহম্মদ (স.) মোহাম্মদ ওয়াজেদ আলী প্রবন্ধ ন্যায়পরায়ণতা ও সততা
৬. নিমগাছ বনফুল ছোটগল্প নারীর প্রতি শ্রদ্ধা
৭. শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহের হোসেন চৌধুরী প্রবন্ধ নির্বাচিত প্রবন্ধ
৮. প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলী ভ্রমণকাহিনি ভ্রমণ অভিজ্ঞতা
৯. একুশের গল্প জহির রায়হান ছোটগল্প ভাষা আন্দোলন

পদ্য

কবিতার নাম: কবির নাম: বিষয়বস্তু:
১. কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিকাতরতার আবরেণ
গভীর দেশপ্রেম
২. জীবন বিনিময় গোলাম মোস্তফা সন্তান বাৎসল্য
৩. উমর ফারুক কাজী নজরুল ইসলাম ন্যায়পরায়ণতা, সততা, সম্প্রীতি, পরমতসহিষ্ণুতা
৪. সেই দিন এই মাঠ জীবননান্দ দাস প্রকৃতি চেতনা
৫. বৃষ্টি ফররুখ আহমেদ প্রকৃতি চেতনা
৬. আমি কোনো আগুন্তুক নই আহসান হাবীব প্রকৃতি চেতনা
৭. তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা শামসুর রাহমান মুক্তিযুদ্ধ
৮. বোশেখ আল মাহমুদ প্রতিবাদী চেতনা

উপন্যাস

শিরোনাম: ঔপন্যাসিকের নাম: বিষয়বস্তু:
১৯৭১ হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধ

২০২৬ সালের এসএসসি পুনর্বিন্যাসকৃত বাংলা ২য় পত্রের পাঠ্যসূচি

ব্যাকরণের অংশ:

পরিচ্ছেদ ও বিষয়বস্তু: শিখনফল
পরিচ্ছেদ- ৫
ধ্বনি ও বর্ণ
১.১ বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান
ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে।
১.২ বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা
করতে পারবে।
পরিচ্ছেদ- ৬
স্বরধ্বনি
১.১ বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান
ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে।
১.২ বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা
করতে পারবে
পরিচ্ছেদ- ৭
ব্যঞ্জনধ্বনি
১.১ বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান
ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে।
১.২ বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা
করতে পারবে।
পরিচ্ছেদ- ৬
বর্ণের উচ্চারণ
১.১ বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান
ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে।
১.২ বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা
করতে পারবে।
পরিচ্ছেদ- ৯
শব্দ ও পদের গঠন
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা
করতে পারবে।
পরিচ্ছেদ- ১০
উপসর্গ দিয়ে শব্দ গঠন
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা
করতে পারবে।
পরিচ্ছেদ- ১১
প্রত্যয় দিয়ে শব্দ গঠন
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা
করতে পারবে।
পরিচ্ছেদ- ১২
সমাস দিয়ে শব্দ গঠন
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা
করতে পারবে।
পরিচ্ছেদ- ১৭
শব্দের শ্রেণিবিভাগ
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ- ১৮
বিশেষ্য
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ- ১৯
সর্বনাম
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ- ২০
বিশেষণ
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ- ২১
ক্রিয়া
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ- ২২
ক্রিয়াবিশেষণ
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ- ২৩
অনুসর্গ
১.১১ বাংলা বিভক্তির ব্যবহার সম্পর্কিত ধারণা
ব্যক্ত করতে ও তা প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ- ২৪
যোজক
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ- ২৫
আবেগ
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ- ৩১
বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ
১.৬ বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে করতে পারবে।
পরিচ্ছেদ- ৩২
বাক্যের বর্গ
১.৯ বিষয় ও ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ- ৩৩
উদ্দেশ্য ও বিধেয়
১.৯ বিষয় ও ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ- ৩৪
সরল, জটিল ও যৌগিক বাক্য
১.৬ বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কিত
ধারণা ব্যক্ত করতে করতে পারবে।
পরিচ্ছেদ- ৩৯
বাগর্থ
১.১৪ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ- ৪০
বাগধারা
২.৪ বাক্যে বাগধারা, প্রবাদ প্রবচন ব্যবহার করতে পারবে।
পরিচ্ছেদ- ৪১
বিপরীতশব্দ
১.১৪ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ- ৪২
প্রতিশব্দ
১.১৪ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ- ৪৩
শব্দজোড়
১.১৪ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।

নির্মিতির অংশ:

পরিচ্ছেদ : বিষয়বস্তু
পরিচ্ছেদ- ৪৪
অনুচ্ছেদ
১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২. বিশ্ববিদ্যালয়
৩. বৈশাখী মেলা
৪. বইমেলা
৫. জাদুঘর
৬. সুন্দরবন
৭. রেলগাড়ি
৮. স্বাধীনতা দিবস
৯. জাতীয় পতাকা
১০. জাতীয় সংগীত
১১. কম্পিউটার
১২. মোবাইল ফোন
১৩. পদ্মা নদী
১৪. জন্মদিনের সন্ধ্যা
পরিচ্ছেদ- ৪৫
সারাংশ ও সারমর্ম
১. সারাংশ
১.১
২. সারমর্ম
২.১
পরিচ্ছেদ- ৪৬
ভাব-সম্প্রসারণ

১. অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

২. আপনি আচরি ধর্ম শিখাও অপরে।

৩. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।

৪. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

৫. জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।

৬. দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

৭. প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

৮. বই কিনে কেউ দেউলিয়া হয় না।

৯. বার্ধক্য তাহাই - যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।

১০. বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।

১১. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

১২. মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে,
হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।

১৩. ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।

১৪. যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে
সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে;
যে জাতি জীবনহারা অচল অসাড়
পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।

১৫. যে সহে, সে রহে।

পরিচ্ছেদ ৪৭
চিঠিপত্র

১. ব্যক্তিগত পত্র
১.১ মাতার কাছে পুত্রের চিঠি।
১.২ কন্যার কাছে পুত্রের চিঠি।
১.৩ ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি।
১.৪ লেখকের কাছে পাঠকের চিঠি।

২. আমন্ত্রণপত্র
২.১ রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আমন্ত্রণপত্র।
২.২ নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র।

৩. সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি
৩.১ স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি।
৩.২ সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী চিঠি।

৪. মানপত্র
৪.১ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র।
৪.২ খ্যাতিমান কবি বা সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনন্দনপত্র।

৫. আবেদনপত্র
৫.১ ছুটির জন্য আবেদন।
৫.২ পাঠাগার স্থাপনের জন্যে আবেদন।
৫.৩ সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন।

৬. ব্যাবসায়িক পত্র
৬.১ ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন।
৬.২ ব্যাংক ঋণের জন্যে আবেদন।

পরিচ্ছেদ- ৪৮
সংবাদ প্রতিবেদন
১. বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন।
২. এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন।
৩. বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন।
৪. বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন।
৫. সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন।
পরিচ্ছেদ- ৪৯
প্রবন্ধ রচনা
১. বাংলাদেশের পর্যটন শিল্প
২. বাংলাদেশের উৎসব
৩. জগদীশচন্দ্র বসু
৪. রোকেয়া সাখাওয়াত হোসেন
৫. লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা
৬. একটি ঝড়ের রাত
৭. কৃষি উদ্যোক্তা
৮. ভাষা আন্দোলন
৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
১০. সময়ানুবর্তিতা
১১. ক্রিকেটে বাংলাদেশ
১২. বাংলাদেশের ফুটবল
১৩. কৃষিকাজে বিজ্ঞান
১৪. মাদকাসক্তি ও এর প্রতিকার
১৫. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
১৬. বিশ্বকোষ

তথ্যসূত্র :
১. বাংলা ব্যাকরণ ও নির্মিতি: নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, ২০২৫।


২০২৬ সালের এসএসস পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত বাংলা ২য় পত্রের পাঠ্যসূচি



২০২৫ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির বাংলা সহপাঠ পাঠ্যপুস্তক


২০২৫ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি পাঠ্যপুস্তক

২০২৪ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির বাংলা পাঠ্যপুস্তক
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url