সমাস : (২০২৪ - ২০১০) চট্টগ্রাম বোর্ডের প্রশ্নসমূহ।
|
| সমাস |
চট্টগ্রাম বোর্ড ২০২৪
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| দম্পতি | দম (জায়া) ও পতি | দ্বন্দ্ব সমাস |
| সপ্তর্ষি | সপ্ত ঋষির সমাহার | দ্বিগু সমাস |
| পুষ্পাঞ্জলি | পুষ্পের অঞ্জলি | ৬ষ্ঠী তৎপুরুষ সমাস |
| অপর্যাপ্ত | নয় পর্যাপ্ত | নঞ তৎপুরুষ সমাস |
| সবিনয় | বিনয়ের সহিত | বহুব্রীহি সমাস |
| উনপাঁজুরে | উন পাঁজুরে যার | প্রত্যান্ত বহুব্রীহি সমাস |
| ক্ষুরধার | ক্ষুরের মতো ধারালো প্রবাহ যার | সমানাধিকরণ বহুব্রীহি সমাস |
| জন্মান্তর | অন্য জন্ম | নিত্য সমাস |
|
ব্যাখ্যা: ১. দম্পতি অর্থ স্বামী ও স্ত্রী। পতি অর্থ স্বামী আর জায়া অর্থ স্ত্রী। ২. সপ্তর্ষি- হিন্দু পুরাণের মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু, বশিষ্ঠ-এই সাতজন ঋষির নামে খ্যাত নক্ষত্রসমূহ। সাতটি নক্ষত্রের সমষ্টি । ৩. পুষ্পাঞ্জলি- [পুশ্পান্জোলি] হিন্দুদের দেবার্চনাকালে(দেবতার পুজোর সময়) মন্ত্রপাঠের সঙ্গে দেবতার উদ্দেশে প্রদত্ত অঞ্জলিপুর্ণ পুষ্প। ৪. অপর্যাপ্ত অর্থ প্রচুর, অঢেল, প্রয়োজনের অধিক। ৫. সবিনয় অর্থ নম্রভাবে, বিনয়পূর্বক। ৬. উনপাঁজুরে অর্থ পাঁজরের জোর কম এমন। দুর্বল, অক্ষম। হতভাগ্য। ৭. ক্ষুর, খুর অর্থ চুল কামানোর তীক্ষ্ণ ধারালো অস্ত্রবিশেষ। ক্ষুরধার অর্থ ক্ষুরের মতো তীক্ষ্ণ ধারবিশিষ্ট ৮. জন্মান্তর- [জন্মান্তর্] অন্য জন্ম, পূর্বজন্ম, পরজন্ম। হিন্দু-জৈন-বৌদ্ধ মতে প্রাণী মাত্রই বার বার জন্মগ্রহণ করে। কোনো শব্দের শেষে অন্তর, মাত্র, সুদ্ধ, খানা, টি, গুলো থাকলে সেগুলোে নিত্য সমাস। যেমন: অন্য কাল = কালান্তর; অন্য ভাষা = ভাষান্তর; অন্য দ্বীপ = দ্বীপান্তর; অন্য স্থান = স্থানান্তর; অন্য ভাব = ভাবান্তর; অন্য ধর্ম = ধর্মান্তর; অন্য প্রকার = প্রকারান্তর; অন্য উপায় = উপায়ান্তর অন্য গতি= গত্যন্তর; অন্য রূপ = রূপান্তর; অন্য দেশ = দেশান্তর; অন্য গ্রাম = গ্রামান্তর; অন্য গ্রহ = গ্রহান্তর; অন্য মত = মতান্তর অন্য বাক্য = বাক্যান্তর; অন্য গৃহ = গৃহান্তর অন্য লোক = লোকান্তর; অন্য যুগ = যুগান্তর |
চট্টগ্রাম বোর্ড ২০২৩
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| ছেলেমেয়ে | ছেলে ও মেয়ে | দ্বন্দ্ব সমাস |
| পঞ্চনদ | পঞ্চ নদের সমাহার | দ্বিগু সমাস |
| কুম্ভকার | কুম্ভ করে যে | উপপদ তৎপুরুষ সমাস |
| অনৈক্য | নেই ঐক্য | নঞ তৎপুরুষ সমাস |
| মৌমাছি | মৌ আশ্রিত মাছি | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| যথারীতি | রীতিকে অতিক্রম না করে। | অব্যয়ীভাব সমাস |
| আশীবিষ | আশীতে বিষ যার | ব্যধিকরণ বহুব্রীহি সমাস |
| দেশান্তর | অন্য দেশ | নিত্য সমাস |
|
ব্যাখ্যা: ১. ছেলেমেয়ে অর্থ বালক-বালিকা। ২. পঞ্চ [পন্চো] অর্থ ৫ সংখ্যা বা সংখ্যক, পাঁচ। পঞ্চনদ অর্থ শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, ও বিতস্তা-এই পাঁচটি নদীবিধৌত পাঞ্চাব প্রদেশ। ৩. কুম্ভ [কুম্ভো] হাতির মাথার দুই পাশের মাংসপিণ্ড। ঘট, কলস। আর কুম্ভকার অর্থ কুমোর, মাটির হাঁড়ি পাতিল ইত্যাদির নির্মাতা। ৪. অনৈক্য [অনোইক্কো] অর্থ বিরোধ, গরমিল, অমিল। ৫. মৌ [মোউ] অর্থ মধু। আর মৌমাছি অর্থ মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ, মধুমক্ষিকা। ৬. যথারীতি অর্থ প্রচলিত নিয়মমাফিক, দস্তুরমাফিক, গৃহীত আচার অনুযায়ী, প্রথানুযায়ী, রীতিমতো। ৭. আশী অর্থ সাপের দাঁত। আর আশীবিষ অর্থ যার দাঁতে বিষ থাকে, সাপ। ৮. দেশান্তর [দেশান্তর্] অর্থ অন্য দেশ, ভিন্ন দেশ, দূরদেশ। |
চট্টগ্রাম বোর্ড ২০২২
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| বইপুস্তক | বই ও পুস্তক | দ্বন্দ্ব সমাস |
| কুম্ভকার | কুম্ভ করে যে | উপপদ তৎপুরুষ সমাস |
| রক্তনদী | রক্ত রূপ নদী | রূপক কর্মধারয় সমাস |
| উচ্ছৃঙ্খল | শৃঙ্খলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব সমাস |
| দোটানা | দুই দিকে টান যার | সংখ্যাবাচক বহুব্রীহি সমাস |
| সেতার | সে (তিন) তার আছে যে যন্ত্রের | সংখ্যাবাচক বহুব্রীহি সমাস |
| কানাকানি | কানে কানে যে কথা | ব্যতিহার বহুব্রীহি সমাস |
| যুগান্তর | অন্য যুগ | নিত্য সমাস |
|
ব্যাখ্যা: ১. ২. দেখুন: চট্টগ্রাম বোর্ড ২০২৩-এর ব্যাখ্যার ৩ নং। ৩. রক্তনদী (বিশেষ্য) অর্থ রক্তের নদী ৪. উচ্ছৃঙ্খল[উচ্ছৃংখল্] অর্থ সমাজের অননুমোদিত রীতিতে চলে এমন। বিশৃঙ্খল, অনিয়ন্ত্রিত। ৫. দোটানা, দুটানা অর্থ পরস্পর বিপরীতধর্মী দুই পক্ষ, দিক বা বস্তুর প্রতি আকর্ষণ। ৬. সেতার অর্থ তিন তারযুক্ত বাদ্যযন্ত্র। ৭. কানাকানি(বিশেষ্য) অর্থ পরস্পর চুপে চুপে বলাবলি। ৮. যুগ অর্থ বারো বছর সময়। বারো বছর সময়। যুগান্তর(বিশেষ্য) অর্থ অন্য বা অপর যুগ। |
চট্টগ্রাম বোর্ড ২০২১
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|
| ব্যাখ্যা: ২০২১ সালের বোর্ড পরীক্ষায় বাংলা ১ম পত্রের পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল না। |
চট্টগ্রাম বোর্ড ২০২০
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|
| ব্যাখ্যা: ২০২০ সালে কোভিড অতিমারির কারণে কোনো বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। |
চট্টগ্রাম বোর্ড ২০১৯
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সাতসতেরো | সাত ও সতেরো | দ্বন্দ্ব সমাস |
| সপ্তর্ষি | সপ্ত ঋষির সমাহার | দ্বিগু সমাস |
| রাজহংস | হংসের রাজা | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| পকেটমার | পকেট মারে যে | উপপদ তৎপুরুষ সমাস |
| কাজলকালো | কাজলের ন্যায় কালো | উপমান কর্মধারয় সমাস |
| ভবনদী | ভব রূপ নদী | রূপক কর্মধারয় সমাস |
| আমরণ | মরণ পর্যন্ত | অব্যয়ীভাব সমাস |
| নদীমাতৃক | নদী মাতা যার | বহুব্রীহি সমাস |
|
ব্যাখ্যা: ১. সাতসতের (বিশেষণ) অর্থ বিবিধ, বহুপ্রকার। ২. দেখুন: চট্টগ্রাম বোর্ড ২০২৪-এর ব্যাখ্যার ২ নং। ৩. রাজহংস অর্থ এক জাতীয় উন্নতগ্রীব(ঘাড়) ও দীর্ঘদেহবিশিষ্ট হংস, মরাল। ৪. পকেটমার (বিশেষ্য) অর্থ পকেট মারে বা কাটে যে। পকেট থেকে অর্থাদি তুলে আত্মসাৎ করে যে। ৫. কাজল অর্থ সুরমা,অঞ্জন। কাজলকালো অর্থ সুরমার মতো কালো। ৬. ভব অর্থ সংসার। আর ভবনদী অর্থ সংসারটা নদীর মতো। ৭. ৮. নদীমাতৃক (বিশেষণ) অর্থ নদী মাতা এমন। নদী-লালিত। যে দেশের শস্যের উৎপাদন নদীর জলের উপর নির্ভরশীল। |
চট্টগ্রাম বোর্ড ২০১৮
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| অহিনকুল | অহি ও নকুল | দ্বন্দ্ব সমাস |
| বই পড়া | বইকে পড়া | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
| রাজপথ | পথের রাজা | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| প্রভাকর | প্রভা করে যে | উপপদ তৎপুরুষ সমাস |
| বীরকেশরী | বীর কেশরীর ন্যায় | উপমিত কর্মধারয় সমাস |
| উপনদী | নদীর সদৃশ | অব্যয়ীভাব সমাস |
| উদ্বেল | বেলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব সমাস |
| আশীবিষ | আশীতে বিষ যার | বহুব্রীহি সমাস |
| ব্যাখ্যা: |
চট্টগ্রাম বোর্ড ২০১৭
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| হিতাহিত | হিত ও অহিত | দ্বন্দ্ব সমাস |
| ত্রিফলা | তিন ফলের সমাহার | দ্বিগু সমাস |
| বাগদত্তা | বাক্ দ্বারা দত্তা | তৃতীয়া তৎপুরুষ সমাস |
| ধর্মঘট | ধর্ম রক্ষার্থে যে ঘট | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| যথেষ্ট | ইষ্টকে অতিক্রম না করে | অব্যয়ীভাব সমাস |
| ঊর্ণনাভ | উর্ণা নাভিতে যার | ব্যধিকরণ বহুব্রীহি সমাস |
| কালান্তর | অন্য কাল | নিত্য সমাস |
| প্রগতি | প্র (প্রকৃষ্ট) গতি | প্রাদি সমাস |
| ব্যাখ্যা: |
চট্টগ্রাম বোর্ড ২০১৬
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সৈন্যসামন্ত | সৈন্য ও সামন্ত | দ্বন্দ্ব সমাস |
| স্বাক্ষর | স্ব (নিজ)-এর অক্ষর | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| ইন্দ্রজিৎ | ইন্দ্রকে জয় করেছে যে | উপপদ তৎপুরুষ সমাস |
| ফুলকুমারী | কুমারী ফুলের ন্যায় | উপমিত কর্মধারয় সমাস |
| পসুরি | পাঁচ সের পরিমাণ যার | সংখ্যাবাচক বহুব্রীহি সমাস |
| ফৌজদারি আদালত | ফৌজদারি বিচারকাজ হয় যে আদালতে | মধ্যপদলোপী বহুব্রীহি সমাস |
| ঊর্ণনাভ | ঊর্ণ নাভিতে যার | ব্যধিকরণ বহুব্রীহি সমাস |
চট্টগ্রাম বোর্ড ২০১৫
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| চিরকুমার | চিরকালব্যাপী কুমার | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
| জনাকীর্ণ | জন দ্বারা আকীর্ণ | তৃতীয়া তৎপুরুষ সমাস |
| রাজধানী | রাজার ধানী | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| রাজনীতি | রাজার নীতি | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| কুসুমকোমল | কুসুমের ন্যায় কোমল | উপমান কর্মধারয় সমাস |
| ভবনদী | ভব রূপ নদী | রূপক কর্মধারয় সমাস |
| উপকূল | কূলের সমীপে | অব্যয়ীভাব সমাস |
| উদ্বেল | বেলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব সমাস |
| যুগান্তর | অন্য যুগ | নিত্য সমাস |
| ব্যাখ্যা: |
চট্টগ্রাম বোর্ড ২০১৪
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| জনাকীর্ণ | জন দ্বারা আকীর্ণ | তৃতীয়া তৎপুরুষ সমাস |
| কলঙ্করেখা | কলঙ্কের রেখা | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| চা-বাগান | চায়ের বাগান | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| গাছপাকা | গাছে পাকা | সপ্তমী তৎপুরুষ সমাস |
| মিঠেকড়া | যা মিঠা তাই কড়া | কর্মধারয় সমাস |
| জয়মুকুট | জয় সূচক মুকুট | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| ইগল পাখি | ইগল নামক পাখি | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| অলসতন্দ্রা | অলস রূপ তন্দ্রা | রূপক কর্মধারয় সমাস |
| উদ্বেল | বেলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব সমাস |
| ব্যাখ্যা: |
চট্টগ্রাম বোর্ড ২০১৩
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| মাছধরা | মাছকে ধরা | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
| ছায়াশীতল | ছায়া দিয়ে শীতল | তৃতীয়া তৎপুরুষ সমাস |
| মধুমাখা | মধু দিয়ে মাখা | তৃতীয়া তৎপুরুষ সমাস |
| বিয়েপাগল | বিয়ের জন্য পাগল | চতুর্থী তৎপুরুষ সমাস |
| পদচ্যুতি | পদ থেকে চ্যুতি | পঞ্চমী তৎপুরুষ সমাস |
| রাজপথ | পথের রাজা | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| পানাপুকুর | পানায় ভরা পুকুর | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| কুসুমকোমল | কুসুমের ন্যায় কোমল | উপমান কর্মধারয় সমাস |
| ফুলকুমারী | কুমারী ফুলের ন্যায় | উপমিত কর্মধারয় সমাস |
| ব্যাখ্যা: |
চট্টগ্রাম বোর্ড ২০১২
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| ভরণপোষণ | ভরণ ও পোষণ | দ্বন্দ্ব সমাস |
| শতাব্দী | শত অব্দের সমাহার | দ্বিগু সমাস |
| অশ্বপদ | অশ্বের পদ | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| কলঙ্করেখা | কলঙ্কের রেখা | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| জয়মুকুট | জয় সূচক মুকুট | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| শিক্ষামন্ত্রী | শিক্ষাবিষয়ক মন্ত্রী | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| যৌবনসূর্য | যৌবন রূপ সূর্য | রূপক কর্মধারয় সমাস |
| সতীর্থ | সমান তীর্থ যার | বহুব্রীহি সমাস |
| প্রগতি | প্র (প্রকৃষ্ট) যে গতি | প্রাদি সমাস |
| ব্যাখ্যা: |
চট্টগ্রাম বোর্ড ২০১১
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| প্রগতি | প্র (প্রকৃষ্ট) যে গতি | প্রাদি সমাস |
| দুধে-ভাতে | দুধে ও ভাতে | অলুক দ্বন্দ্ব সমাস |
| চিরসুখী | চিরকালব্যাপী সুখী | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
| ঢেঁকিছাঁটা | ঢেঁকি দ্বারা ছাঁটা | তৃতীয়া তৎপুরুষ সমাস |
| রাজপথ | পথের রাজা | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| গাছপাকা | গাছে পাকা | সপ্তমী তৎপুরুষ সমাস |
| বজ্রকঠোর | বজ্রের ন্যায় কঠোর | উপমান কর্মধারয় সমাস |
| উপজেলা | জেলার সদৃশ | অব্যয়ীভাব সমাস |
| কানাকানি | কানে কানে যে কথা | ব্যতিহার বহুব্রীহি সমাস |
| দেশান্তর | অন্য দেশ | নিত্য সমাস |
| ব্যাখ্যা: |
চট্টগ্রাম বোর্ড ২০১০
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সাতসতেরো | সাত ও সতেরো | দ্বন্দ্ব সমাস |
| শ্রমলব্ধ | শ্রম দ্বারা লব্ধ | তৃতীয়া তৎপুরুষ সমাস |
| পাষাণস্তূপ | পাষাণের স্তূপ | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| অকাতর | নয় কাতর | নঞ তৎপুরুষ সমাস |
| কদাচার | কু যে আচার | কর্মধারয় সমাস |
| মোহনিদ্রা | মোহ রূপ নিদ্রা | রূপক কর্মধারয় সমাস |
| আপাদমস্তক | পা থেকে মাথা পর্যন্ত | অব্যয়ীভাব সমাস |
| সদর্প | দর্পের সহিত বর্তমান | বহুব্রীহি সমাস |
| বিরানব্বই | দুই এবং নব্বই | নিত্য সমাস |
| ব্যাখ্যা: |
