সমাস : (২০২৪ - ২০১০) ঢাকা বোর্ডের প্রশ্নসমূহ।
|
| সমাস |
ঢাকা বোর্ড ২০২৪
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| দুধে-ভাতে | দুধে ও ভাতে | অলুক দ্বন্দ্ব সমাস |
| চৌরাস্তা | চার রাস্তার সমাহার | দ্বিগু সমাস |
| তপোবন | তপের নিমিত্ত বন | চতুর্থী তৎপুরুষ সমাস |
| নরাধম | নর মধ্যে অধম | সপ্তমী তৎপুরুষ সমাস |
| কালঘুম | কাল রূপ ঘুম | রূপক কর্মধারয় সমাস |
| উদ্বেল | বেলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব সমাস |
| গজানন | গজ আনন যার | ব্যধিকরণ বহুব্রীহি সমাস |
| লোকান্তর | অন্য লোক | নিত্য সমাস |
|
ব্যাখ্যা: ১. অলুক অর্থ যা লোপ পায় না। দ্বন্দ্ব অর্থ জোড়া বা মিলন। যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান (দুধে, ভাতে) পদগুলোর বিভক্তি সমস্তপদেও (দুধে-ভাতে) বিদ্যমান থাকে বা লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: দুধে ও ভাতে=দুধে-ভাতে; ঘরে ও বাইরে= ঘরেবাইরে; হাতে ও কলমে= হাতে-কলমে; জলে ও স্থলে=জলে-স্থলে। |
ঢাকা বোর্ড ২০২৩
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সত্যাসত্য | সত্য ও সত্য | দ্বন্দ্ব সমাস |
| তোরা | সে ও তুই | একশেষ দ্বন্দ্ব সমাস |
| শতবর্ষ | শত বর্ষে সমাহার | দ্বিগু সমাস |
| গিন্নিমা | যিনি গিন্নি তিনি মা | সাধারণ কর্মধারয় |
| নীপবৃক্ষ | নীপ নামক বৃক্ষ | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| রক্তারক্তি | রক্তপাত করে যে যুদ্ধ | ব্যতিহার বহুব্রীহি সমাস |
| সজল | জলের সঙ্গে বর্তমান | ব্যধিকরণ বহুব্রীহি সমাস |
| ব্যাখ্যা: |
ঢাকা বোর্ড ২০২২
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সিংহাসন | সিংহ চিহ্নিত আসন | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| মিশকালো | মিশির ন্যায় কালো | উপমান কর্মধারয় সমাস |
| রাজপুত্র | রাজার পুত্র | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| উপকণ্ঠ | কণ্ঠের সমীপে | অব্যয়ীভাব সমাস |
| হাতেখড়ি | হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে | বহুব্রীহি সমাস |
| তেপায়া | তিন পায়া যার | সংখ্যাবাচক বহুব্রীহি সমাস |
| প্রভাত | প্র (প্রকৃষ্ট) ভাত (আলো) | প্রাদি সমাস |
| কালান্তর | অন্য কাল | নিত্য সমাস |
|
ব্যাখ্যা: ১. সিংহাসন- রাজার বসার আসন। ২. মিশকালো- ঘোরকালো। মিশি- হিরাকস তামাকচূর্ণ প্রভৃতির মিশ্রণে তৈরি দাঁতের মাজন। ৩. উপকন্ঠ- গ্রাম নগর প্রভৃতির নিকটে। সমীপে অর্থ নিকটে। ৪.হাতেখড়- শিশু বা নতুন শিক্ষার্থীর হাতে খড়ি দিয়ে লিখতে শেখানোর অনুষ্ঠানবিশেষ; আনুষ্ঠানিক শিক্ষারম্ভ। (অলংকাররূপে) কোনো কাজের আনুষ্ঠানিক সূচনা। ৫. তেপায়া- তিনটি পায়াবিশিষ্ট ছোটো টেবিল। পায়া- টেবিল চেয়ার খাট প্রভৃতির খুঁটি। চরণ। ৬. প্রভাত- সকালবেলা। ভাত- আলো। ৭. কালান্তর- অন্যকাল। ভিন্নযুগ |
ঢাকা বোর্ড ২০২১
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|
| ব্যাখ্যা: ২০২১ সালের বোর্ড পরীক্ষায় বাংলা ১ম পত্রের পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল না। |
ঢাকা বোর্ড ২০২০
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|
| ব্যাখ্যা: ২০২০ সালে কোভিড অতিমারির কারণে কোনো বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। |
ঢাকা বোর্ড ২০১৯
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সাতসতেরো | সাত ও সতেরো | দ্বন্দ্ব সমাস |
| সপ্তর্ষি | সপ্ত ঋষির সমাহার | দ্বিগু সমাস |
| চিরসুখী | চিরকাল ব্যাপিয়া সুখী | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
| পলান্ন | পল মিশ্রিত অন্ন | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| মুখচন্দ্র | মুখ চন্দ্রের ন্যায় | উপমিত কর্মধারয় সমাস |
| যথাবিধি | বিধিকে অতিক্রম না করে | অব্যয়ীভাব সমাস |
| বিশালাক্ষী | বিশাল অক্ষি যার | বহুব্রীহি সমাস |
| দেশান্তর | অন্য দেশ | নিত্য সমাস |
|
ব্যাখ্যা: ১. সাতসতেরো- নানারকম কথা। বিবিধ উপকরণ। ২. সপ্তর্ষি- হিন্দু পুরাণের মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু, বশিষ্ট-এই সাতজন ঋষির নামে খ্যাত নক্ষত্রসমূহ। সাতটি নক্ষত্রের সমষ্টি। ৩. পলান্ন- মাংসাদি মিশ্রিত অন্ন। যেমন:বিরিয়ানি, পোলাও। ৪. মুখচন্দ্র- চাঁদের ন্যায় সুন্দর মুখ। ৫. যথাবিধি- উপযুক্ত বিধান অনুযায়ী। নিয়মানুসারে। যথা-যেমন। উপযুক্ত। ৬. বিশালাক্ষী- চোখ আয়ত বা টানা-টানা এমন। আয়তলোচনযুক্তা। পরমা সুন্দরী |
ঢাকা বোর্ড ২০১৮
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| অহিনকুল | অহি ও নকুল | দ্বন্দ্ব সমাস |
| বই পড়া | বইকে পড়া | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
| রাজপথ | পথের রাজা | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| প্রভাকর | প্রভা করে যে | উপপদ তৎপুরুষ সমাস |
| বীরকেশরী | বীর কেশরীর ন্যায় | উপমিত কর্মধারয় সমাস |
| উপনদী | নদীর সদৃশ | অব্যয়ীভাব সমাস |
| উদ্বেল | বেলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব সমাস |
| আশীবিষ | আশীতে বিষ যার | বহুব্রীহি সমাস |
| ব্যাখ্যা: |
ঢাকা বোর্ড ২০১৭
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|
| প্রশ্ন: সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো? |
ঢাকা বোর্ড ২০১৬
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সত্যাসত্য | সত্য ও অসত্য | দ্বন্দ্ব সমাস |
| তেপান্তর | তিন প্রান্তের সমাহার | দ্বিগু সমাস |
| হজযাত্রা | হজের নিমিত্ত যাত্রা | চতুর্থী তৎপুরুষ সমাস |
| লালগোলাপ | লাল যে গোলাপ | কর্মধারয় সমাস |
| প্রাণভোমরা | প্রাণ রূপ ভোমরা | রূপক কর্মধারয় সমাস |
| আদিগন্ত | দিগন্ত পর্যন্ত | অব্যয়ীভাব সমাস |
| কোলাকুলি | কোলে কোলে যে মিলন | ব্যতিহার বহুব্রীহি সমাস |
| মতান্তর | অন্য মত | নিত্য সমাস |
ঢাকা বোর্ড ২০১৫
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| তোমরা | সে ও তুমি | একশেষ দ্বন্দ্ব সমাস |
| ষড়ঋতু | ষড় (ছয়) ঋতুর সমাহার | দ্বিগু সমাস |
| ভাতরাঁধা | ভাতকে রাঁধা- | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
| পল্লিকবি | পল্লির কবি | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| কুসুমকোমল | কুসমের ন্যায় কোমল | উপমান কর্মধারয় সমাস |
| মোহনিদ্রা | মোহ রূপ নিদ্রা | রূপক কর্মধারয় সমাস |
| দুর্ভিক্ষ | ভিক্ষার অভাব | অব্যয়ীভাব সমাস |
| বীণাপাণি | বীণা পাণিতে যার | বহুব্রীহ সমাস |
| তেপায়া | তিন পায়া আছে যার- | সংখ্যাবাচক বহুব্রীহি সমাস |
| ব্যাখ্যা: |
ঢাকা বোর্ড ২০১৪
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সপ্তডিঙ্গা | সপ্ত ডিঙির সমাহার | দ্বিগু সমাস |
| সলিলসমাধি | সলিলে সমাধি | সপ্তমী তৎপুরুষ সমাস |
| অনাশ্রিত | নয় আশ্রিত | নঞ তৎপুরুষ সমাস |
| মহাজন | মহান যে জন | কর্মধারয় সমাস |
| আয়কর | আয়ের ওপর ধার্য কর | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| বাহুলতা | বাহু লতার ন্যায় | উপমিত কর্মধারয় সমাস |
| আলুনি | লবণের অভাব | অব্যয়ীভাব সমাস |
| কানাকানি | কানে কানে যে কথা | ব্যতিহার বহুব্রীহি সমাস |
| যুগান্তর | অন্য যুগ | নিত্য সমাস |
| ব্যাখ্যা: |
ঢাকা বোর্ড ২০১৩
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| মরাবাঁচা | মরা ও বাঁচা | দ্বন্দ্ব সমাস |
| মহাত্মা | মহান যে আত্মা | কর্মধারয় সমাস |
| হাঁটুজল | হাঁটু পরিমাণ জল | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| অনুরূপ | রূপের যোগ্য | অব্যয়ীভাব সমাস |
| মধুকর | মধু আহরণ করে যে | বহুব্রীহি সমাস |
| হাভাত | ভাতের অভাব | অব্যয়ীভাব সমাস |
| পাঁচগজি | পাঁচ গজ পরিমাণ যার | সংখ্যাবাচক বহুব্রীহি সমাস |
| হাতেছড়ি | হাতে ছড়ি যার | অলুক বহুব্রীহি সমাস |
| দেশান্তর | অন্য দেশ | নিত্য সমাস |
| ব্যাখ্যা: |
ঢাকা বোর্ড ২০১২
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সৈন্যসামন্ত | সৈন্য ও সামন্ত | দ্বন্দ্ব সমাস |
| আমরা | সে, তুমি ও আমি | একশেষ দ্বন্দ্ব সমাস |
| সপ্তাহ | সপ্ত অহের সমাহার | দ্বিগু সমাস |
| দেশভঙ্গ | দেশকে ভঙ্গ | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
| মেঘলুপ্ত | মেঘ দ্বারা লুপ্ত | তৃতীয়া তৎপুরুষ সমাস |
| পুষ্পসৌরভ | পুষ্পের সৌরভ | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| অক্ষত | নয় ক্ষত | নঞ তৎপুরুষ সমাস |
| জয়মুকুট | জয় লব্ধ মুকুট/জয় সূচক মুকুট | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| মনমাঝি | মন রূপ মাঝি | রূপক কর্মধারয় সমাস |
| ব্যাখ্যা: |
ঢাকা বোর্ড ২০১১
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| সাতসতেরো | সাত ও সতেরো | দ্বন্দ্ব সমাস |
| তেপান্তর | তে (তিন) প্রান্তরের সমাহার | দ্বিগু সমাস |
| আম কুড়ানো | আমকে কুড়ানো | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
| রাজহংস | হংসের রাজা | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
| গৃহস্থ | গৃহে থাকে যে | উপপদ তৎপুরুষ সমাস |
| পদ্মআঁখি | আঁখি পদ্মের ন্যায় | উপমিত কর্মধারয় সমাস |
| যৌবনসূর্য | যৌবন রূপ সূর্য | রূপক কর্মধারয় সমাস |
| দেশান্তর | অন্য দেশ | নিত্য সমাস |
| প্রগতি | প্র (প্রকৃষ্ট) গতি | প্রাদি সমাস |
| ব্যাখ্যা: |
ঢাকা বোর্ড ২০১০
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| আমরা | তুমি, সে ও আমি | একশেষ দ্বন্দ্ব সমাস |
| সপ্তর্ষি | সপ্ত ঋষির সমাহার | দ্বিগু সমাস |
| প্রিয়ংবদা | প্রিয় (কথা) বলে যে | উপপদ তৎপুরুষ সমাস |
| অক্ষত | নয় ক্ষত | নঞ তৎপুরুষ সমাস |
| ধর্মঘট | ধর্ম রক্ষার্থে ঘট | মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
| ফুলকুমারী | কুমারী ফুলের ন্যায় | উপমিত কর্মধারয় সমাস |
| আমূল | মূল পর্যন্ত | অব্যয়ীভাব সমাস |
| ঊর্ণনাভ | উর্ণা নাভিতে যার | বহুব্রীহি সমাস |
| সহৃদয় | হৃদয়ের সহিত বর্তমান | বহুব্রীহি সমাস |
| ব্যাখ্যা: |
