বিজ্ঞানমেলা
⇒ বিজ্ঞানমেলা কী?
⇒ কোথায় বিজ্ঞান মেলা আয়োজিত হয়?
⇒ মেলায় কী ধরনের প্রজেক্ট উপস্থাপিত হয়?
⇒ মেলার প্রজেক্টগুলো কে/কারা মূল্যায়ন করেন?
⇒ প্রজেক্ট বিচারের মানদণ্ড?
⇒ বিজ্ঞানমনস্ক জাতি তৈরিতে মেলার গুরুত্ব?
বিজ্ঞান মেলা একটি শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন, যেখানে শিক্ষার্থীরা তাদের
বৈজ্ঞানিক জ্ঞান, আবিষ্কার ও উদ্ভাবনী চিন্তাধারাকে উপস্থাপন করার সুযোগ
পায়। বিজ্ঞান মেলা সাধারণত বিভিন্ন জায়গা আয়োজিত হয়। যেমন: স্কুল বা কলেজ
ক্যাম্পাসের শ্রেণিকক্ষে, হলরুম বা মাঠে; উপজেলা পরিষদের হলরুমে; জেলা
শিল্পকলা একাডেমি বা সরকারি মিলনায়তনে। বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় বিজ্ঞান ও
প্রযুক্তি জাদুঘর, ঢাকায় বড় পরিসরে বিভাগভিত্তিক বিজ্ঞান মেলা আয়োজিত হয়।
জাতীয় পর্যায়ে রাজধানীতে এক্সিবিশন সেন্টার বা কনভেনশন সেন্টারে অথবা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়। বিজ্ঞান মেলার স্থান
নির্ধারণ হয় অংশগ্রহণকারী সংখ্যা, মেলার পরিসর ও আয়োজক প্রতিষ্ঠানের
সক্ষমতা অনুযায়ী। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নানা ধরনের উদ্ভাবনী ও
প্রজেক্ট প্রদর্শন করে, যেগুলো তাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে তুলে ধরে।
বিজ্ঞান মেলায় সাধারণত যেসব উদ্ভাবনী ও প্রজেক্ট উপস্থাপিত হয়: সৌরচালিত
যন্ত্র; রোবট; অগ্নিনির্বাপক মডেল; স্বয়ংক্রিয় আলো নিয়ন্ত্রণ ব্যবস্থা;
স্মার্ট হোম মডেল; জল পরিশোধন যন্ত্র; বৃষ্টিমাপ যন্ত্র; ভূমিকম্প
পূর্বাভাস মডেল; বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উপায়; পরিবেশ দূষণ রোধের
প্রযুক্তি; স্বয়ংক্রিয় কৃষি সেচ ব্যবস্থা; স্মার্ট ডাস্টবিন; ফায়ার
অ্যালার্ম ও স্মোক ডিটেক্টর; রক্তচাপ ও হার্টরেট মাপার মডেল; ইকো-ফ্রেন্ডলি
বাড়ির নকশা। এই সব উদ্ভাবন শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল ও সমস্যা
সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। বিজ্ঞানের শিক্ষক/প্রভাষক; বিশ্ববিদ্যালয়ের
গবেষক; প্রকৌশলী বা প্রযুক্তিবিদ; অভিজ্ঞ শিক্ষাবিদ; কোনো বিজ্ঞান সংগঠনের
প্রতিনিধি হলেন বিজ্ঞান মেলায় বিচারক। তারা অংশগ্রহণকারীদের প্রতিটি মডেল
বা প্রকল্পের উদ্ভাবনী চিন্তা, কার্যকারিতা, প্রয়োগযোগ্যতা, উপস্থাপনা
দক্ষতা এবং বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী নম্বর প্রদান করেন ও মূল্যায়ন করেন।
প্রতিটি দলের প্রজেক্ট পর্যবেক্ষণ ও প্রশ্ন করে, তথ্য যাচাই ও
প্রয়োগযোগ্যতা মূল্যায়ন করে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নম্বর প্রদান করে সেরা
উদ্ভাবন বেছে নেন। এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও গঠনমূলক মতামত দেন।
বিচারকের ভূমিকা একটি বিজ্ঞান মেলার সাফল্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের
সুচিন্তিত মূল্যায়ন শিক্ষার্থীদের আগামীর পথচলায় প্রেরণা জোগায়। বিজ্ঞান
মেলা শিক্ষার্থীদের মেধা, কল্পনা ও উদ্ভাবনী শক্তিকে বাস্তব জীবনের প্রয়োগে
রূপ দেওয়ার একটি চমৎকার সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক
চিন্তাধারায় উদ্বুদ্ধ হয় ও বিজ্ঞানমনস্কতা তৈরি হয়। দল হিসেবে কাজ করতে
গিয়ে সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না
থেকে বাস্তব প্রজেক্ট বানানোর মাধ্যমে শেখা হয়।বিজ্ঞান মেলা কেবল একটি
প্রদর্শনী নয়—এটি শিক্ষার একটি প্রগতিশীল ধাপ, যা একজন শিক্ষার্থীকে
ভবিষ্যতের গঠনমূলক নাগরিক হিসেবে প্রস্তুত করে।
|
Valoo