জীবনের রেখাচিত্র:
পরিচিতি :
মুহাম্মদ কবির উদ্দিন একজন শিক্ষক, সমাজসেবক ও মানবসেবক। তিনি বর্তমানে শিক্ষা অর্জনে ও শিক্ষাদানে জড়িত আছেন। |
জন্ম ও প্রাথমিক জীবন:
চট্টগ্রাম জেলার বন্দর থানার অধীন দক্ষিণ হালিশহর আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ও ২০০৫ সালে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। |
শিক্ষাজীবন:
২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ২০১২ সালে স্নাতক ডিগ্রি ও ২০১৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০২৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় (কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ) থেকে ব্যাচেলন অব এডুকেশন ডিগ্রি অর্জন করেন। |
কর্মজীবন:
কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম জেলার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। |
প্রফেশনাল ও অন্যান্য ট্রেনিং:
-------------- |
ব্যক্তিগত জীবন:
ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। |
ভ্রমণ বৃত্তান্ত:
------------- |
পঠিত বইয়ের তালিকা:
----------------- |